টাঙ্গাইল-৭ আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৯ প্রার্থীর বৈধ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৬:১৫ পিএম
টাঙ্গাইল-৭ আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৯ প্রার্থীর বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ১০ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জেলা প্রশাসক অফিস সূত্রমতে, রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে এই আসনের বর্তমান এমপি খান আহমেদ শুভ (নৌকা), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), মহেড়া পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি), টাঙ্গাইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক  মনজুর রহমান মজনু (মশাল), উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস (গামছা), বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রুপা রায় চৌধুরী (ডাব), জাকের পার্টির মোক্তার হোসেন (গোলাপ ফুল) এই ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে মৃত ব্যক্তিকে সমর্থনকারী হিসাবে স্বাক্ষর আবেদন পত্রে যুক্ত করায় টাঙ্গাইল-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি’র মনোনয়ন বাতিল করেছেন টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম।

আরএস