অতিথি পাখিতে মুখর মহম্মদপুর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:০৯ পিএম
অতিথি পাখিতে মুখর মহম্মদপুর

মাগুরার মহম্মদপুরে শীতের শুরুতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা অতিথি পাখিরা ঘোপ বাওড়ে আশ্রয় নিয়েছে। প্রতিবছর এসব পাখি শীত শুরু হলে দলবেঁধে উড়ে আসে আশ্রয় নেয় স্বদেশে।

শীতের সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় অতিথি পাখিদের দলবেঁধে ছোটাছুটি খাবার সংগ্রহ ও উপজেলা সদরের ঘোপ বাওড় এলাকায় মানুষের চোখে পড়ে।

প্রতিদিন সকাল থেকে এসব পাখিদের কিচিরমিচির ডাক ও শব্দে ওই এলাকার স্থানীয় মানুষের ঘুম ভাঙ্গে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি।

পাখি প্রেমীদের কে মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করার জন্য শুধু মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির অতিথি পাখির নিরাপদ স্থান এখন ঘোপ বাওড়।

পাখিদের সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ডানা মেলে স্বাধীনভাবে উড়ে চলা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করা দেখে মনে হয় তারা যেন এক অন্যরকম আনন্দ করছে।

বিভিন্ন ধরনের অতিথি পাখির আকর্ষণীয় দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ঘোপ বাওড়ে আসতে দেখা যাচ্ছে। এধরনের অতিথি পাখিরা শীতে চলে আসে আর শীত একটু কমলে তারা আবার তাদের আপন ঠিকানা  নিজের দেশে ফিরে যাই।

এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, মহম্মদপুর ঘোপ বাওড় অতিথি পাখির আগমনে সরব হয়েছে। কোন চোরা শিকারি উক্ত বাওড়ে কোন পাখি শিকার করে যদি কেউ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএস