ঝিনাইদহ -৩ আসনে নৌকার প্রার্থী যত টাকার মালিক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৮:২৭ পিএম
ঝিনাইদহ -৩ আসনে নৌকার প্রার্থী যত টাকার মালিক

ঝিনাইদহ ৩ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল অবঃ সালাউদ্দিন মিয়াজির কত টাকার মালিক হলফনামায় যা জান গেলো।

হলফনামা সূত্রে জানা যায়, নগদ টাকা ৫ লক্ষ, ব্যাংক জমা ১৭ লক্ষ ৭৫ হাজার। স্ত্রীর নামে ২ লক্ষ ১৫ হাজার ৫ শত ৩৬ টাকা। কোম্পানির শেয়ার ৩৯ লক্ষ ৯৯ হাজার ৭০০ টাকা।

স্ত্রীর নামে ৫১ লক্ষ্য ৯৯ হাজার ৬০০ টাকা। স্বর্ণ ৩৫ ভরি যার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার, স্ত্রীর আছে ১০ ভরি যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার, ইলেকট্রিক সামগ্রী ৩ লক্ষ ৫০ হাজার আসবাবপত্র ৩ লক্ষ ৫০ হাজার। কৃষি জমির পরিমাণ ১হাজার ৯০ শতক যার মূল্য ৪২ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা। অকৃষি জমি ১৩ শতক যার মূল্য ১১ লক্ষ্য ৪৫ হাজার। 

মৎস্য খামার বা অন্যান্য জমি ৩২.৫০ শতক যার মূল্য ১ কোটি ২৬ লক্ষ্য ৭১ হাজার ৬০০ টাকা। স্ত্রীর নামে কৃষি জমি ১১.৬৫ শতক যার মূল্য ১৩ লক্ষ ৪৫ হাজার, তিনটি ফ্লাট যার মূল্য ১ কোটি ৪৮ লক্ষ ৯৫ হাজার। 

মোট নিজ নামে ২ কোটি ৯৩ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা, স্ত্রীর নামে দুই কোটি ১৯ লক্ষ ৫ হাজার একশত ৩৬ টাকা। উভয় মিলে মোট সম্পদের মালিক ৪৬ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫ শত ৩৬ টাকা। মোট জমির পরিমাণ ৫৫.১৮ একর যা১৬৫.৫৪ বিঘা।

আরএস