বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৫৫ পিএম
বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার এই তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছীতে স্থাপিত আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা নিম্নমুখি হতে শুরু করেছে। ফলে এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।

উত্তরের জেলা নওগাঁর ১১ উপজেলাতেই ইতোমধ্যে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। গত কয়েক দিন থেকে সারাদিন হিমেল বাতাস বইছে। রাতভর টিপটিপ কুয়াশা। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে।

এইচআর