শ্রীপুরে খেয়াঘাটে পথচারীদের জন্য নামাজ ঘর নির্মাণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৬:৫৬ পিএম
শ্রীপুরে খেয়াঘাটে পথচারীদের জন্য নামাজ ঘর নির্মাণ

মাগুরার শ্রীপুরে পথচারীদের জন্য নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চৌগাছী-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গড়াই নদীর খেয়াঘাটে এ নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চৌগাছী-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা, আলম বিশ্বাস, ইউপি সদস্য নবুয়ত বিশ্বাস, উজির বিশ্বাস, সংস্থার সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মোল্লা, সংগঠনের সমন্বয়ক ও কোষাধ্যক্ষ শাহিনুর রহমান হিটু, চৌগাছী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, চৌগাছী পূর্ব পাড়া বায়তুল আমান জামে মসজিদের হাফেজ আতিয়ার রহমান, সংগঠনের আঞ্চলিক যোগাযোগ কমিটির সদস্য জাহিদুল ইসলাম নিলু মাস্টার, রেজাক বিশ্বাস, মীর মহিদুল ইসলাম, হেলাল মাহমুদ, ইমরান বিশ্বাস প্রমুখ।

এআরএস