ফরিদগঞ্জের যুবদল নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৮:৩৩ পিএম
ফরিদগঞ্জের যুবদল নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার থেকে তাকে আটক করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস জানান, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব আব্দুল মতিন বিএনপির সকল ধরনের কর্মসূচি পালন করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুল মতিন ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

ফরিদগঞ্জে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আব্দুল মতিনকে আটক করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর