লক্ষ্মীপুর-২ আসনে মাঠের লড়াইয়ে নৌকা-ঈগল, বেকায়দায় লাঙ্গল

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ১১:৪৫ এএম
লক্ষ্মীপুর-২ আসনে মাঠের লড়াইয়ে নৌকা-ঈগল, বেকায়দায় লাঙ্গল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর- সদর আংশিক) আসনে ১৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও মাঠের লড়াই হবে হেভিওয়েট দুই প্রার্থীর ‘নৌকা-ঈগল’ প্রতীকের মধ্যে। ‘লাঙ্গল’ আছে বেকায়দায়, তবে অন্য প্রতীকের পোষ্টার লিফলেট মাঠপর্যায়ে কিছু দেখা গেলেও বাকিরা নেই মাঠে।

এ আসনে হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) এবং স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের (এমপি) সেলিনা ইসলামের ‘ঈগল’ প্রতীকের মধ্যে মূল লড়াইটা হবে বলে ভোটারদের ধারণা। সাধারণ ভোটারদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এ দুই প্রার্থীকে ঘিরেই।

এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া লাঙ্গল প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু তার নির্বাচনী এলাকায় নিজ দল জাতীয় পার্টি আছেন বড় বেকায়দায়। নামমাত্র প্রচারণায় থেকেও জয়ের আশা করছেন।

এদিকে জাতীয় পার্টির বহিস্কৃত কেন্দ্রীয় নেতা ফায়েজ উল্লাহ শিপনের নেতৃত্বে তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের পক্ষে কাজ করছেন। তবে তিনি ইগলকেের আশায় মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদনে মাঠ চষে বেড়াচ্ছেন অ্যাডভোকেট নয়ন।

অপরদিকে ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখল মুক্ত বাসযোগ্য রায়পুর তৈরিতে ‘ঈগল’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন।

সহিংসতা এবং ভয়ভীতি দুর করে ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার টেনে আনার ক্ষেত্রে এবার প্রার্থীদের সামনে থাকছে বাড়তি চ্যালেঞ্জ। অপরদিকে এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে যাবতীয় কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ দায়িত্ব পালন করে আসছে বলেও ভোটারদের অভিমত।

এই আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। ‘নৌকা-‘ঈগল প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যান্য আরো ১১ রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন,- জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীকের) প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু। তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীকের) আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ সুপ্রীম পার্টির (একতারা প্রতীকের) জহির হোসেন। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার প্রতীকের) মোরশেদ আলম। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীকের) প্রার্থী ফরহাদ মিয়া। বাংলাদেশ কংগ্রেস পার্টির ( ডাব প্রতীকের) মনসুর রহমান দাদনাশক গাজী। সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি প্রতিকের) ইমাম উদ্দিন। স্বতন্ত্র (তরমুজ প্রতিকের) চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি প্রতিকের) শরীফুল ইসলাম। জাসদ (মশাল প্রতিকের) আমির হোসেন। স্বতন্ত্র (ট্রাক প্রতিকের) এ এফ জহির উদ্দিন আহমেদ।

প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নেতা-কর্মীদের নিয়ে নিজ নিজ প্রভাব ও জনসমর্থন দেখাতে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ করছেন।

এআরএস