দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীকে তালাক দেওয়ার পর সোহাগ ইসলামএক যুবক নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ ঘোষণা করে বাড়ি ফিরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
দুধ দিয়ে গোসল করার ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোহাগ ইসলাম(২১) দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের ¯øু-ইসগেট এলাকায় মো. আব্দুর রহিমের ছেলে।
সোহাগ ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ ইসলাম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রায় ১৭ মাস আগে বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের শেখ শাহাদাতের মেয়ে শাহিনুর আক্তারের (১৯) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের শুরু হয় মতবিরোধ। এক পর্যায়ে তা পারিবারিক কলহে রূপ নেয়। শেষ অবধি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
অনেক দেন দরবারের পর গত ২০ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে কাজি অফিসে গিয়ে একে অপরকে তালাক দেন। বিচ্ছেদের পর বাড়ি ফিরে ব্যতিক্রমধর্মী এক কর্মে নিজের ‘নতুন জীবন’ শুরু করার ঘোষণা দেন সোহাগ। স্থানীয় বাজার থেকে ১০ লিটার দুধ কিনে গোসল করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন তিনি। আর এই গোসল করার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সোহাগ ইসলাম বলেন, বিয়ের শুরুটা ভালোই ছিল। কিন্তু দিন যত গড়িয়েছে, ততই সংসারে অশান্তি বেড়েছে। বহু চেষ্টা করেও পরিস্থিতি ঠিক করা সম্ভব হয়নি। তাই নিজেকে ও পরিবারকে মুক্ত রাখতে বিবাহবিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আপাতত বিয়ের চিন্তা বাদ দিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে চাই।
সোহাগের বাবা মো. আব্দুর রহিম বলেন, ‘ছেলের জীবনে এমন একটা পরিস্থিতি আসবে ভাবিনি। আমরা চেয়েছিলাম ছেলের সুখের সংসার হোক, কিন্তু বিয়ের পর থেকে মেয়ে এবং তার পরিবারের খারাপ আচরণগত কারণে সংসারে অশান্তি লেগেই ছিল। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও অনেকেই সামাজিক মাধ্যমে এমন প্রদর্শনীকে অপ্রয়োজনীয় ও অপ্রাপ্তবয়স্ক মনোভাব হিসেবে আখ্যা দিয়েছেন।
আরএস