টাঙ্গাইল-২ আসন

কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০২:৪৪ পিএম
কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
ছবি: আমার সংবাদ

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে ভোটকেন্দ্র গুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি মালামাল। 

আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ১৫৪টি কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়েছে। ভোট গ্রহণের সকল সরঞ্জাম আগের দিন কেন্দ্রে চলে গেলেও ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার।

গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে ১৩১, টাঙ্গাইল-২ আসন। আনসটিতে ২টি পৌরসভার ও ১৩টি ইউনিয়নের তিন লাখ ৯৫ হাজার ২‍‍৪৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

আসনটিতে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছোট মনির। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য পদত্যাগ করা গোপালপুরের উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

এছাড়াও জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, ন্যশনাল পিপলস পার্টি ও গণফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন।

এআরএস