নৌকার ব্যাচ পড়ে জাল ভোটের চেষ্টাকালে আটক এক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০২:২২ পিএম
নৌকার ব্যাচ পড়ে জাল ভোটের চেষ্টাকালে আটক এক

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার ব্যাচ পড়ে জাল ভোটের চেষ্টাকালে ১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার সময় উপজেলার উয়ার্শী ইউনিয়ন বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত নৌকার ব্যাচ পরিহিত উয়ার্শী ইউনিয়নের দক্ষিণ রোয়াইল গ্রামের মৃত গোপাল মনি দাসের ছেলে বিজয় মনি দাস। জানা যায়, আকটকৃত বিজয় মনি দাস তার মৃত বাবা গোপাল মনি দাসের ভোটার স্লিপ নিয়ে বরটিয়া কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর এজেন্টের সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক বিজয়কে একটি কক্ষে বসিয়ে রাখেন।

এ ঘটনার পর টাঙ্গাইল-৭ নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট আরোবিয়া খানম কেন্দে গিয়ে আটককৃতকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত দেন।

এব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, আটককৃত অপ্রাপ্তবয়স্ক। তাকে থানায় পাঠানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে|।

এআরএস