বোয়ালমারীতে টয়লেটের বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৫:৩৬ পিএম
বোয়ালমারীতে টয়লেটের বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্নি মিটাইন গ্রামে মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে টয়লেটের পানি ভরা বালতিতে পড়ে দুই বছরের শিশু মেহেজাবিন (২) মারা যায। মেহেজাবিন মিটাইন গ্রামের মিরাজ মোল্যার একমাত্র মেয়ে।

এলাকা সূত্রে জানা যায়, বাড়ির সাথে টয়লেটে ব্যবহার করার পানি বালতিতে করে টয়লেটের সামনে রাখা ছিল। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই দুই বছরের শিশু খেলতে খেলতে বালতির পানির মধ্যে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই শিশুকে মৃত অবস্থায় দেখতে পাই।

চরবর্নি গ্রামের সমাজ সেবক আশরাফুজ্জামান মিলন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে খেলতে খেলতে টয়লেটে ব্যবহার করার জন্য রাখা পানির বালতিতে পড়ে দুই বছরের শিশু মেজেজাবিন পড়ে মারা গেছে।

আরএস