নোয়াখালীর সুবর্ণচরে বোরো ধানে সমলয়ে চাষাবাদের জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ৷ সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কৃষিবিদ মো. শহিদুল হক ৷
এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সুবর্ণচর বিনা উপকেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. জুয়েল সরকার, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন অর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার শারমিন নাসরিন৷
এছাড়াও উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকসহ শতাধিক সমলয়ে বোরোধান চাষীরা উপস্থিত ছিলেন৷
এআরএস