খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে জ্বালানি কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৫:১৯ পিএম
খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে জ্বালানি কাঠ জব্দ
ছবি: আমার সংবাদ

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে দুই জীপ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে খাগড়াছড়ি বনবিভাগ।

শনিবার (১৩ জানুয়ারি) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বন বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র দিকনির্দেশনায় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মোশারফ হোসেন’র নেতৃত্বে রেঞ্জ অফিসের ফরেষ্টার সহ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন খাগড়াছড়ি -দীঘিনালা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি  কাঠ বোঝাই দুটি জীপ গাড়ি আটক করা হয়।

খাগড়াছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এসএম মোশারফ হোসেন জানান, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা এর দিক নির্দেশনায় দুই জীপ গোল কাঠ জব্দ করা হয়েছে। জ্বালানি কাঠের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জ্বালানি  কাঠভর্তি চট্রগ্রাম-প ২৮ ও সিলেট -ক ৪৪০ দুটি জীপে আনুমানিক মোট ২২০ ঘন ফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।  বৈধ কোন কাগজপত্র না থাকায়  কাঠ ও জ্বালানি পরিবহনের দায়ে  বন আইনে মামলা প্রত্রুিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এআরএস