আইন অমান্য করে কক্সবাজারের রামু উপজেলার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে। এ উপজেলায় এখন প্রায় ২২টি ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। এতে মাটির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৩ জানুয়ারি ) রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরূপম মজুমদার অভিযান চালিয়ে রামু উপজেলার উমখালীতে কৃষিজমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার এবং লাইসেন্স ব্যতিরেকে ইট ভাটা পরিচালনা করার অপরাধে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, রামু উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষিজমি রক্ষায় রামু উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ইতোপূর্বে কৃষিজমির মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতিরেকে ইট ভাটা পরিচালনা করায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে তিনি জানান।
এআরএস