পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৩:৪২ পিএম
পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: আমার সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন, জুনায়েদ আহমদ, সিব্বির আহমদ ও রফিক উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এ নদী খনন করা হচ্ছে না, নদীরপাড়ে বসবাসরত মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নদী খননের মাধ্যমে হুমকির মুখে পড়ছে আমাদের মতো অসহায় কৃষকদের শতশত হেক্টর ফসলি জমি। আমরা এই নদী খনন বন্ধের দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এআরএস