টিকটক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৪:৩৯ পিএম
টিকটক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেহেদী হাসান আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মিজান মিয়ার বাড়ির ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুত সঞ্চালনের তারে জড়িয়ে মেহেদীর মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিজান মিয়ার বাড়ির ছাদে বন্ধুদের নিয়ে টিকটক করতে উঠেছিল। এসময় ছাদে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে সে টিকটক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি তদন্ত সুজন চন্দ্র পাল তথ্য নিশ্চিত করে বলেন, টিকটক করতে গিয়ে মেহেদী হাসান নামক একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন বিষয়টি শুনেছি। তদন্ততের জন্যে আমাদের টিম কাজ করছে। নিহতের লাশ পোস্টমর্টেম পাঠানো হবে।

এআরএস