ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু -পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে শ্রী পুল্লাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৮জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার যাদবপুর ইউপির গয়েশপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পুল্লাদ জেলার কালিগঞ্জ উপজেলার দুদরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। এঘটনায় আলমসাধুর চালক রাসেল আহত হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৭ দিকে ইউনিলিভার(পরিবেশক) কোম্পানীর পণ্য ডেলীভারী শেষে কালিগঞ্জ ফেরার পথে গয়েশপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ারটিলারের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এসময় আলমসাধু থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই পুল্লাদ মারা যায়।
মহেশপুর থানার অফিসাস ইনর্চাজ ওসি মাহাবুবুর রহমান জানান, লাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরএস