মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৪:৫১ পিএম
মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ জানুয়ারি) পৌর শহরের সড়ক বাজারে বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী ও আখাউড়া থানার ওসি তদন্ত মো. সফিকুল ইসলাম।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় এক সবজি আড়ৎদারকে ৫ হাজার টাকা ও এক মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর এক অংশ হিসেবে আমরা আজ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছি। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় আমরা দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৮হাজার টাকা জরিমানা করেছি।

তিনি আরো বলেন ব্যবসায়ীরা যেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে না পারে সেই জন্য আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এইচআর