যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৫:২৫ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে ২৬ বছর পালিয়ে বেড়ানো নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের লতিফ হত্যার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি লোয়াকত আলী (৬০)।

১৯৯৮ সালে মরদাসাদী গ্রামের আঃ লতিফকে এলাকার প্রভাববিস্তার নিয়ে হত্যা করে লেয়াকত গং। গ্রেপ্তার লেয়াকত একই ইউনিয়নের কল্যান্দী গ্রামের মৃত মুনছুর আলীর পুত্র।

পুলিশ জানায়, ওই মামলায় ২০০৪ সনে লেয়াকতকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন সংশ্লিষ্ট আদালত। এর পর থেকে লেয়াকত ফেরারী জীবন যাপন করতে থাকেন।

দীর্ঘ ২৬ বছর পালিয়ে থাকার পর মঙ্গলবার র‌্যাব-১১ এর সদস্যরা ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় সোপর্দ করে। বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর