ফরিদগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৩:৫৪ পিএম
ফরিদগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন
ছবি: আমার সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘরিহানা গ্রামের (নগন্ডি) নামক কৃষি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্থানীয় তালিমুল কোরআন মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার মাঠে কৃষকদের নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ম‍্যধ‍্যমে ৫০ একর চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল’র সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। কৃষকদের উদ্দেশ্যে স্বগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।

এসময় উপস্থিত ছিলেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তমর্তা মিল্টন দস্তিদার, ইউনিয়ন আওয়ামীলীগনেতা জসিম উপদ্দিন মিন্টু পাটওয়ারীসহ স্থানীয় কৃষকবৃন্দ।

এআরএস