কাউনিয়ায় ২ মজুদকারীকে জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৬:০০ পিএম
কাউনিয়ায় ২ মজুদকারীকে জরিমানা

রংপুরের কাউনিয়ায় ধান ও চাল মজুদ বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ মজুতকারী ব্যবসায়ীর ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার তকিপল হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, খাদ্য দ্রব্য উৎপাদন, মজুত, সংরক্ষণ, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩ এর ৩ (ঘ) ধারায় উপজেলা বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের ব্যবসায়ী মো. নুরুল হক এর ৬০০০ টাকা এবং মো. গোলাম হোসেন এর ১০০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার মাহামুদুল হাসান তমাল, শিল্পী রানি জাজয়াল, এস আই ওসমান গনি। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এইচআর