সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও যৌতুক প্রতিরোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘দারুণ আরকাম ইবতেদায়ী মাদ্রাসা’ শিক্ষক কল্যাণ সমিতি আয়োজনে ফেনীতে ওলামায়ে কেরাম এবং শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়ছার সড়কস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি জয়নুল আবেদীন ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।
সমিতির ফেনী জেলা সভাপতি হাফেজ মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরও আলোচনা করেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী, ধর্মীয় আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, ফেনীর পিডিবি জামে মসজিদের খতিব মাওলানা মনছুর আহমদ পাটোয়ারী প্রমুখ।
ইএইচ