কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১২:৫৫ পিএম
কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে ৩ দিন বয়সী এক নবজাতককে চুরির চারদিন পর উদ্ধার করেছে র‍্যাব-১২।

শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব-১২।

গ্রেপ্তার পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। তাদের কোনো সন্তান নেই। উদ্ধার হওয়া শিশুর বাবার নাম দিপু ও মায়ের নাম সাফিয়া।

শিশুটির নানা সাইদ আলী বলেন, গত বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে ৩ দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়ে যায়। ওই হাসপাতালের অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত নারী। পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।  

র‍্যাব জানিয়েছে, রবিবার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

ইএইচ