হরিরামপুরে ৫ অবৈধ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৩৩ এএম
হরিরামপুরে ৫ অবৈধ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৈধ কাগজপত্র না থাকায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা ও মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

হরিরামপুর উপজেলার মেসার্স আমিন ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সততা ব্রিকসকে পাঁচ লাখ ও মেসার্স স্বাধীন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটভাটাগুলোর একাংশ স্কেভেটর দিয়ে ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইউসুফ আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইট ভাটা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এসব ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে  ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। একইসাথে জরিমানাকৃত ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) একেএম ছামিউল আলম কুরসি ও পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক মো. তানজীর আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

ইএইচ