শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৪:৩৩ পিএম
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের হাতে এ ফলাফল তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

এর আগে গত ১ ও ২ ডিসেম্বর শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১১৫৮ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ৫৯৮ জন বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান আলিমুর রহমান খান, মহাসচিব মো. আনোয়ার হোসেন মেনন, শিক্ষা সচিব মারিয়া সুলতানা ঝুমা, অর্থসচিব সাহাবউদ্দিন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম মাসুম, রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

পরবর্তীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।

ইএইচ