ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি ধাক্কায় নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১২:৪৬ পিএম
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি ধাক্কায় নিহত ৭

ময়মনসিংহ  সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় (ময়মনসিংহ-তারাকান্দা-ফুলপুর সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার এসআই হারুনুর রশিদ। তিনি জানান, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বাস-সিএনজির ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন, ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫) তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭) এবং সিএনজি চালক আলামিন হোসেন (২৫) তার ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিআরইউ/ ইএইচ