চকরিয়ায় নির্দেশনা অমান্য করে চলছে কোচিং সেন্টারের কার্যক্রম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০২:০৯ পিএম
চকরিয়ায় নির্দেশনা অমান্য করে চলছে কোচিং সেন্টারের কার্যক্রম

সারা দেশে গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সভায় ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত ১ মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনার প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

তবে শনিবার কক্সবাজারের চকরিয়া পৌর সদরের গ্রামার স্কুলের পাশে অবস্থিত কোচিং সেন্টার, কিচ কিয়ার স্কুলের পাশের কোচিং সেন্টার, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে শমসের পাড়াস্থ কোচিং সেন্টার, নিরিবিলি আবাসিক এলাকায় কোচিং সেন্টার,  সুষুমা ভবন (ডিশ অফিস) পাশে, সবুজবাগ আবাসিক এলাকায় অবস্থিত (বৃহৎ আকারে পরিচালিত) কোচিং সেন্টার, পল্লি বিদ্যুৎ অফিসের পূর্ব পাশের গলি ও পল্লি বিদ্যুৎ অফিসের বিপরীতে (ফুলতলা সড়ক) উত্তর পাশের গলিতে, গ্রামীণ ব্যাংকের পূর্ব পাশের কোচিং সেন্টার ও মগবাজার এলাকায় অবস্থিত কোচিং সেন্টারগুলো ভোর ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চালু ছিল বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সব কোচিং সেন্টারগুলোর তালিকা করে ইউএনওর সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ