হাটহাজারীতে বেকারিকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৮:৩৮ পিএম
হাটহাজারীতে বেকারিকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে রুচি ফুড বেকারি এন্ড সুইটস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৌরসভা এলাকার সিদ্দিক সেন্টারের রুচি ফুড বেকারি এন্ড সুইটসকে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া একই অভিযান উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং গেইট এলাকার আওয়াল ফিলিং স্টেশনেও পরিচালনা করা হয়েছে তবে সেখানে কোন অনিয়ম না পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়াই জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক জেরিন তাসনিম ও হাটহাজারী মডেল থানার একটি টিম উপস্থিত ছিল।

ইএইচ