রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:০৭ পিএম
রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিককে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ১টি দেশিয় তৈরি আগেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়া মানিক অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ
কার্যকলাপ পরিচালনা করে আসছিল। মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ইএইচ