দিনাজপুরে নৈশ প্রহরীকে বেঁধে রাইস মিলে ডাকাতি, গ্রেপ্তার ৬

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:২৭ পিএম
দিনাজপুরে নৈশ প্রহরীকে বেঁধে রাইস মিলে ডাকাতি, গ্রেপ্তার ৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নৈশ প্রহরীকে বেঁধে অটোরাইস মিলে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে- গ্রেপ্তার ৬ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা পুলিশ।

ব্রিফিংয়ে বক্তব্য দেন- পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম ওরফে পোড়া রহিম, শামি ওরফে পবন, আব্দুস সোহাগ, বকুল হোসেন, ফরিদুল ইসলাম ও আলিম হোসেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৩টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৭ ফেব্রুয়ারি মিলের স্বত্বাধিকারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে হাকিমপুর, দিনাজপুর কোতয়ালী ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।

অভিযানকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের নামে ৫টি, শামিমের বিরুদ্ধে ১৪টি, আব্দুস সোহাগের বিরুদ্ধে ১০টি, আলিম হোসেনের বিরুদ্ধে ১টি ও ফরিদুল ইসলামের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

ইএইচ