ফেনীতে ৬ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে জেলায় অমর একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয় লেখক, পাঠক ও সাংস্কৃতিক সংগঠকেরা। ওই দাবির প্রেক্ষিতে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মেলা চলবে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রতিদিন মেলা প্রাঙ্গণে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রকাশনীর ১৫টি স্টল।
ইএইচ