কালিয়াকৈরে বাজার রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৫:৪০ পিএম
কালিয়াকৈরে বাজার রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি ৪০ বছরের পুরোনো বাজার রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার সকালে সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর আগে সফিপুর বাজারটি গড়ে উঠে। বাজারটিতে বর্তমানে প্রায় ৩৫ হাজার দোকান রয়েছে। বাজারে রাজস্ব খাত থেকে প্রতিবছর বাজার উন্নয়নের কাজ হয়ে থাকে। এবার প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পৌরসভার তত্ত্বাবধানে ও সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের সহযোগিতায় সংস্কার কাজ চলছে। বাজারের জমি পাবে দাবি করে রবিউল ইসলাম রুবেল ও সেলিম হোসেন বাজার দখলের পাঁয়তারা ও হুমকি দিয়ে আসছে।

এ সময় বক্তব্য দেন- সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আতাউর রহমান জয়, সহ-সভাপতি হারিজউজ্জামান হারিজ, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, ব্যবসায়ী মতিউর রহমান, নজরুল ইসলাম।

ইএইচ