ফরিদপুরের সালথার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙ্গিনায় মদন হাজীর ওরশকে কেন্দ্র করে শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী চলা মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ উঠে। এছাড়া মাদক এবং জুয়ার আসর বসারও অভিযোগ করে স্থানীয়রা।
পরে দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর শনিবার রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেয়।
মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন আমার সংবাদকে বলেন, সালথার খলিশপট্টি এলাকার হজরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ইদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, মেলা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ওরশের অনুমতি চেয়ে আবেদন করার একটি কপি আমাদের দেখালেও মেলার অনুমোদন নেই মর্মে দেখা যায়। তাই ওরশ চলছে। কিন্তু, মেলা বন্ধ করা হয়েছে।
ইএইচ