থানচিতে মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৩:৫০ পিএম
থানচিতে মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

বান্দরবানের থানচিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিজিবি‍‍`র স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১টায় থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তর তত্ত্বাবধানে, ৩৮ বিজিবি বলিপাড়া জোন ব্যবস্থাপনায়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন (পিএসসি, এসি) তিনি ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৪জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা সহকারী অফিসার মো. নিজাম উদ্দিন, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা, শাহজাহান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল সাব বম প্রমুখ।

আমার দেশ আমার প্রাণ বান্দরবান রিজিয়ন, শিক্ষার আলোয় আলোকিত হোক সম্প্রীতি বান্দরবান এই লেখা সম্বলিত স্কুল ব্যাগ ওয়াক-চাকু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিন্ডটি পাড়া মা‍‍`রিফুল কোরআন হিফজ ও নূরানী মাদ্রাসা, থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মংগক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম হতে ৫ম শ্রেনীর যাদের রোল ১,২,৩ তাদের ৮৪জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই শিশুরাই আগামীতে দেশ পরিচালনা করবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নেতৃত্ব, স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে এই শিশুদের। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) পক্ষ থেকে আগামীতেও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পিটিএ সভাপতি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এইচআর