কিশোরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার তিনজনের মধ্যে পাপ্পু (২৭) কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের ছেলে, মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) নগুয়া এলাকার হারুন অর রশিদের ছেলে ও মো. মারজান (২১) শহরতলীর বগাদিয়া এলাকার মো. মানিনের ছেলে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শহরের বত্রিশ এলাকার জেলা সরণি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
তিনি জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাতের আঁধারে সাধারণ মানুষকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইলসহ ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নিতো।
গ্রেপ্তার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
ইএইচ