শরীয়তপুরে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৩ শতাধিক দুস্থ মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।
শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দিনব্যাপী গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ ক্যাম্পাসে এ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।
উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উদ্যোগ ও বন্ধু উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসক রোগীদের এ চিকিৎসাসেবা দেন।
গোসাইরহাটের পৌর মেয়র মো. আব্দুল আউয়াল বলেন, সংগঠনটি একটি মহৎ উদ্যোগ নিয়েছে। তারা গরীব মানুষের চোখের চিকিৎসা দেয়ার পাশাপাশি পরবর্তীতে অপারেশন পর্যন্ত করাবেন। আমি মনে করি এই সংগঠনটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত।
এ বিষয়ে জানতে চাইলে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি জাহান পর্ণা কিমি বলেন, আমরা সব সময় চেয়েছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই চিন্তা থেকেই আজকের এই আয়োজন। যারা অসচ্ছল তাদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
ইএইচ