বাগেরহাটে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:০১ পিএম
বাগেরহাটে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শেখ তাজুল ইসলাম শাহিন (৪৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত নম্বরবিহীন বাজাজ-প্লাটিনা নামের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার খাউলিয়া এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার শেখ তাজুল ইসলাম শাহিন উপজেলার খাউলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে। সে স্থানীয় চৌধুরি এন্ড খান সিকে ইটভাটার মার্কেটিং ম্যানেজার পদে চাকুরি করেন।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠুন খান বলেন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে, তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

গ্রেপ্তার আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত। এছাড়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ