রাজবাড়ীতে তাহাজুল ইসলাম নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের আঃ হাকিম মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ২২ আগস্ট রাত সোয়া ৯টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা বাসস্ট্যান্ড এলাকার অদুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, এসআই কামাল হোসেন ভূইয়া।
রাজবাড়ী জজ কোর্টের পিপি এ্যাড. উজির আলী শেখ বলেন, মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
আরএস