চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কেএম শফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৮ মার্চ শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে, চাঁদপুর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন চাঁদপুর মোহনা এলাকায় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ ও মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন (৩৯) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার পলাশপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে ট্রলার যোগে চাঁদপুরের আলুবাজার ফেরিঘাট নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এইচআর