শরীয়তপুরে দুই ইউনিয়নের চেয়ারম্যান হলেন নুরুল আমিন ও লুৎফর রহমান

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১০:৪১ এএম
শরীয়তপুরে দুই ইউনিয়নের চেয়ারম্যান হলেন নুরুল আমিন ও লুৎফর রহমান

শরীয়তপুরের দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী লুৎফর রহমান ও কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন বিজয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাতে পরিষদ দুইটির সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান ও রুবায়েত হাসান ফলাফল ঘোষণা করে তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবরকে ১ হাজার ১৮৪ ভোটে হারিয়ে ঘোড়া প্রতীক নিয়ে লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলামকে মাত্র ৬৭ ভোটে হারিয়ে নুরুল আমীন দেওয়ান ৪ হাজার ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর জাজিরার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। 

উপ-নির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এরমধ্যে ঘোড়া প্রতীকের লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট, অটোরিকশা প্রতীকের মতিউর রহমান পেয়েছেন ১১ ভোট, টেবিল ফ্যান প্রতীকের মুফরাত সিদ্দিকী পেয়েছেন ৪ ভোট, আনারস প্রতীকের হাচিনা বেগম পেয়েছেন ১৭ ভোট, মোটরসাইকেল প্রতীকের আলী আশরাফ মাল পেয়েছেন ৫৯ ভোট, টেলিফোন প্রতীকের কামরুল হাসান পেয়েছেন ৬ ভোট।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে আনারস প্রতীকের নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অন্যান্যদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকের আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট।

এইচআর