মিলের আগুনে দুই মাদরাসাছাত্র অগ্নিদগ্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০২:৪৩ পিএম
মিলের আগুনে দুই মাদরাসাছাত্র অগ্নিদগ্ধ

পটুয়াখালীর কলাপাড়ায় চালের মিলের ফেলে রাখা আগুনে পড়ে তৃতীয় শ্রেণির দুই ছাত্র অগ্নিদগ্ধ হয়েছে। আহতরা হলেন- ওসমান গণি (৯) ও সৈয়দ মুশফিকুর রহমান (৮)। তারা উভয়ই ঢাকা বার্ন ইউনিটি চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়া পৌরসভার বাদুরতলী ৯নং ওয়ার্ডের পান্নু সিকদারের চালের মিলের সামনের মাঠে এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আহত ওসমান গণির বাবা জুয়েল চৌধুরী বাদী হয়ে খোলা ও অনুমোদিত স্থানে আগুন রাখার অভিযোগে ছোমেদ ব্যাপারীসহ তিনজনকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ছোমেদ ব্যাপারী বলেন, চুলার আগুন বায়রাকূলে নদীর পাড়ে ফেলে। সেখানে গিয়ে কেউ আগুনে পড়লে আমি কি করবো।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, অভিযোগ ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ