হুইপ কমল

সরকার ফুটবল খেলার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে

রামু (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৯:২৮ পিএম
সরকার ফুটবল খেলার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফুটবল খেলার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে।

বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন ফুটবলের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ।

সোমবার বিকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সও, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, পালং সিটি কনভেনশন হলের স্বত্বাধিকারী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরী, হুইপ সাইমুম সরওয়ার কমলের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবলীগের সহ-সভাপতি নীতীশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার প্রমুখ।

পালং সিটি কনভেনশন হল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে পালং ইয়াংস্টার ক্লাব। ফাইনাল খেলার প্রথমার্ধে চেকপোস্ট সেভেন স্টার ২-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে হীরার দ্বীপ বড়ুয়া পাড়া ১ গোল পরিশোধ করলেও চেকপোস্ট সেভেন স্টার ক্লাব আরও ১ গোল করে দলকে এগিয়ে নেয়।

রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত চেকপোস্ট সেভেন স্টার ৩-১ গোলে হীরার দ্বীপ বড়ুয়া পাড়া ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন।

ইএইচ