কক্সবাজারের পেকুয়ায় মিশুক চালককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। এ সময় তার আরেক সহযোগী কৌশলে পালিয়ে গেছে। পরে আটক ছিনতাইকারীকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৪)। সে সদর ইউনিয়নের মইয়াদিয়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।
বুধবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়াপাড়া জাবেরের বাড়ি চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
মিশুক চালক মো. নোমানের বাড়ি একই ইউপির মেহেরনামা নন্দীরপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত মনজুর আলম।
স্থানীয় ইউপির সদস্য নরুল আজিম বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। একজন ধরা পড়লেও তারেক নামের আরেক ছিনতাইকারী কৌশলে পালিয়ে গেছে। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক সাদ্দাম হোসেন বলেন, তারেক আমাকে মোবাইল করে পেকুয়া বাজার থেকে চৌমুহনীতে ডেকে আনে। তার কথামতো চালককে রশি পেঁচিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছি। তবে একাজে তিনি নতুন যোগ দিয়েছেন বলে জানান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ