রাজবাড়ীতে ২ মন জাটকা জব্দ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৪:৪৪ পিএম
রাজবাড়ীতে ২ মন জাটকা জব্দ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় ৭৩ কেজি জাটকা জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১-১৭ মার্চ) বাস্তবায়ন উপলক্ষ্যে পাংশা উপজেলার বড়বাজার ও মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাংশা পৌরসভার বড় বাজার থেকে ৫৬ কেজি এবং মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজার থেকে ১৭ কেজিসহ ৩৬ হাজার টাকা মূল্যের ৭৩ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

পরে ৭৩ কেজি জাটকা মাছ স্থানীয় চারটি এতিমখানা ও মাদ্রাসাতে বিতরণ করা হয়। অভিযানে ভাই ভাই মৎস্য আড়তের মো. লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগিতা করেন পাংশা মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ ও উপজেলা টিমের সদস্য ফজলুল হক ও মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এইচআর