কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৭:০৩ পিএম
কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জ ছিনতাইকৃত মালামালসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন- আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) ও মো. ছোটন (২১)।

পুলিশ জানায়, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট শাহীনূর কলি শিক্ষক পল্লীতে তাদের নিজ বাসা থেকে শোলাকিয়া গাছবাজার এলাকায় তাদের জায়গা দেখার উদ্দ্যেশ্যে তার ছোট বোন সাহনাজ কলি লিপিকে নিয়ে অটোরিকশায় করে রওনা করেন।

পথে বেলা সোয়া ১১টার দিকে শোলাকিয়া বনানী মোড় সংলগ্ন সারাবেলা ভ্যারাইটিজ স্টোরের সামনে পৌঁছাইলে দুইজন মাক্স পরিহিত মোটসাইকেল আরোহী তাদের পেছন দিক থেকে এসে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেয়। তারা বিষয়টি তাৎক্ষণিক কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম (সেবা), পিপিএম (বার) এ ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেয়।

গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম ঘটনাস্থল ও আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে করিমগঞ্জ উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে মোটসাইকেলসহ আসামি আনোয়ার ইসলাম আমিনুল ও মো. ছোটনকে ছিনিয়ে নেওয়া ভ্যানিটি ব্যাগসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় এজাহার দায়ের পর আসামিদেরকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

ইএইচ