কমলনগরে জব্দ ১৩৭৫ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৬:৫৯ পিএম
কমলনগরে জব্দ ১৩৭৫ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

লক্ষ্মীপুর কমলনগরে উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় (৫৫) ক্যারেট  ১৩৭৫ কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ  জব্দ করা হয় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সহায়তায়। 

জব্দ হওয়া জাটকা মাছসহ সকল মাছ গুলো উপজেলা পরিষদের মাঠে এনে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, উপজেলা সহকারী ভূমি কমিশনার শামসুদ্দিন মো:রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছসহ অন্যান্যদের  উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কমলনগর উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় অপরাধীগণ উক্ত মাছ ভর্তি ক্যারেট রেখে পালিয়ে যায়। 

সহকারী ভূমি কমিশনার শামসুদ্দিন মো রেজা জানান, উপজেলার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন স্থানে ৫৫ ক্যারেট ভর্তি প্রায় ১৩৭৫ কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় জব্দ করা হয়। জব্দকৃত মাছসমূহ পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়৷ এ সময় অপরাধীগণ উক্ত মাছ ভর্তি ক্যারেট রেখে পালিয়ে যায় কাউকে আটক করা যায় নি।

আরএস