পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৩:৩৩ পিএম
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩

বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়াসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোররাতে  উপজেলার  চরদুয়ানি  ইউনিয়নের গাববাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার  চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের ২নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে আবুবকর (২১), জাহাঙ্গির আকনের ছেলে ফিরোজ আকন( ২৬), দক্ষিণ জ্ঞানপাড়া ৬নং ওয়ার্ডের  হাবিবুর রহমানের ছেলে মহিবুল্লাহ হাওলাদার (১৯)।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চরদুয়ানি ইউনিয়নে হরিণের মাংস বেচাকেনা হচ্ছে। তাৎক্ষণিক পাথরঘাটা থানার একটি টিম অভিযান চালায়। এসময় হরিণ চোরাকারবারিরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে হরিণের দুটি চামড়াসহ আটক করতে সক্ষম হয়। ওই সময় কারবারিদের টিম লিডার আবু বক্কর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত হরিণের চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়ার চলমান।

এআরএস