ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৮:১২ পিএম
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি যেন কোনোভাবেই থামছে না। একেরপর এক চুরি ডাকাতির ঘটনা ঘটেছেই। চোর ডাকাত পুলিশকে যেন পাত্তাই দিচ্ছে না।

শনিবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের হারাধন চন্দ্র কুরীর মালিকানাধীন মুক্তা শিল্পালয় (স্বর্ণের) দোকানে চুরির  ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

হারাধন চন্দ্র কুরী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। দোকানে চুরি হয়েছে এমন সংবাদ পেয়ে সকালে এসে দেখেন তার দোকানের পেছনের দেয়াল ভেঙে চোর ঢুকেছে। দোকানে থাকা লকারের তালা ভেঙে রূপার অলংকার নিয়ে যায়।

চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, চুরির ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করে পুলিশকে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ইএইচ