সোনারগাঁওয়ে ফয়সাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৬:০১ পিএম
সোনারগাঁওয়ে ফয়সাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ফয়সাল হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও তিন জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

একই সাথে দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সোনারগাঁও এলাকার বাসিন্দা নিতাই চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন সুইট জানান, ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ফয়সালের মামা মানিক বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।

ইএইচ