গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে গেছে। এ সময় দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকাল ৬টায় উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান জানান, সকাল ৬টার দিকে রতন মিয়া তার দোকান খুলতে এসে দোকানে আগুন দেখতে পান। তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন প্রথমে মোশাররফ হোসেনের মুদি দোকানে লাগে। পরে পাশের জসিম উদ্দিন ও রতন মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, চকপাড়ার মেডিকেল মোড়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
ইএইচ